ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এসেছে দিলরুবার নতুন ‘পাগল মন’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসেছে দিলরুবার নতুন ‘পাগল মন’ (ভিডিও) দিলরুবা খান/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘পাগল মন মন রে, মন কেন এতো কথা বলে’- দিলরুবা খানকে চিরদিন বাঁচিয়ে রাখতে এই একটা গানই যথেষ্ট। ১৯৯০ এর শেষদিকে গানটি গেয়েছিলেন তিনি।

তুমুল জনপ্রিয়তা এটিকে টিকিয়ে রেখেছেন এখনও। এ বছর এর পঁচিশ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গানটি নতুন করে গেয়েছেন দিলরুবা। নতুনভাবে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত।

নতুন ‘পাগল মন’ নিয়ে খুবই উচ্ছ্বসিত দিলরুবা। খোলা মনে গান গেয়েছেন। ঠোঁট মিলিয়েছেন ক্যামেরার সামনে। মিউজিক ভিডিও-ও হয়েছে। সেটি ইউটিউবে প্রকাশিত হলো গতকাল। ভিডিওটি পরিচালনা করেছেন মঞ্জু আহমেদ। ‘পাগল মন’ আহমেদ কায়সারের লেখা। সুর করেছিলেন আশরাফ উদাস।

* নতুন ‘পাগল মন’-এর মিউজিক ভিডিও:
 

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।