ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের আগেই বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বিয়ের আগেই বিয়ে!

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পর আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বিয়ের আগেই এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিলেন। অনেকদিন ধরেই তারা ভাসছেন প্রেমের সাম্পানে।

এবার বিয়ের পথে আরও একধাপ এগোচ্ছেন দু’জনে।  

গতকাল শনিবার (২৪ অক্টোবর) আনুশকা ও হবু শ্বশুর কর্নেল অজয় কুমার শর্মার সঙ্গে মধ্যাহ্নভোজ করেন ২৬ বছর বয়সী বিরাট। এরপর প্রেমিকের সঙ্গে সারাটা বিকেল কাটিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এ সময় তারা থাকার জন্য ওরলিতে ওমকার ১৯৭৩ কমপ্লেক্সে একটি ফ্ল্যাট বরাদ্দ নেন। এ খবর দিয়েছে পিঙ্কভিলা ডটকম।

দুই বছর আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে মডেল হওয়ার মাধ্যমে বিরাটের সঙ্গে সখ্য গড়ে ওঠে ২৭ বছর বয়সী আনুশকার। তখন থেকেই তারা এই সম্পর্ককে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। দুই পরিবারেরও ইতিমধ্যে সাক্ষাৎ হয়েছে। কোথাও থেকে আপত্তি ওঠেনি। মাসখানেক আগে জনসম্মুখে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।