ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যাঙ্গারুর দেশে কনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ক্যাঙ্গারুর দেশে কনা কনা/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়া যাচ্ছেন কনা। আগামী ১ নভেম্বর সিডনির কেনসিংটনের সায়েন্স থিয়েটারে গাইবেন তিনি।

এই আয়োজনের নাম ‘বাংলাদেশ নাইট ২০১৫’। এজন্য ২৯ অক্টোবর মাকে নিয়ে উড়োজাহাজে চড়ে রওনা দেবেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

মজার বিষয় হলো, একই কনসার্টে বাংলাদেশ থেকে অন্য যারা যাচ্ছেন, তারা সবাই পুরুষ! এই দলে আছেন অর্থহীন ব্যান্ডের সুমন, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, ডিজে রাহাত ও ‘ডি-রকস্টার’ শুভ। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে ঢাকার প্রতিষ্ঠান ক্রিয়েটো।

এর আগে ২০১১ ও ২০১২ সালে অস্ট্রেলিয়ায় গাইতে গিয়েছিলেন কনা। তিনি বাংলানিউজকে বললেন, ‘অনেক আগে থেকেই এ কনসার্টে গান গাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু ভিসা হওয়ার আগে কিছু জানাতে চাইনি। আমার আর মায়ের ভিসা হয়ে যাওয়ায় চিন্তামুক্ত হলাম। ’

যোগ করে কনা বলেন, ‘তিন বছর পর ক্যাঙ্গারুর দেশে যাচ্ছি। আগের দু’বারের অভিজ্ঞতা বেশ ভালো। এবারও ঠিকঠাক সংগীত পরিবেশন করে আসতে পারবো আশা করি। ’ ঢাকায় ফিরবেন কবে? ‘আগামী ৪ নভেম্বর’- কনার উত্তর।

বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।