ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিলারের সঙ্গে প্রীতির নৈশভোজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
মিলারের সঙ্গে প্রীতির নৈশভোজ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ‘কিলার দ্য মিলার’খ্যাত ডেভিড মিলারের সঙ্গে নৈশভোজ করলেন প্রীতি জিনতা। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখে দু’জনকে ক্যামেরাবন্দি করতে ভুল করেননি পাপারাজ্জিরা।

যদিও আলোকচিত্রীদের দিকে বলিউডের এই অভিনেত্রীকে গালে দেখা গেছে টোল পড়া হাসি।  

কয়েক সপ্তাহ আগে প্রীতি জানান, তার জীবনে বিশেষ একজনের দেখা পেয়েছেন। কিন্তু মনের মানুষের ব্যাপারে কোনো কিছু ফাঁস করেননি ৪০ বছর বয়সী এই তারকা। নৈশভোজে দেখে ধারণা করা হচ্ছে, মিলারই সেই মানুষ। আইপিএলে প্রীতির দল কিংস ইলেভেন পাঞ্জাবের দামি খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম।

মিলারের সঙ্গে সময় কাটানো দেখে অনেকে ধরে নিচ্ছেন, তাদের মধ্যে মধুর কোনো ব্যাপার চলছে। ভক্তদেরও এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। দেখা যাক, অভিনেত্রী-ক্রিকেটারের সংসারটা গড়া হয় কি-না।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।