ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্রিকেট নিয়ে মিলার গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ক্রিকেট নিয়ে মিলার গান মিলা

দীর্ঘ বিরতির পর ‘আনসেন্সরড’ অ্যালবাম নিয়ে সম্প্রতি ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হন মিলা। ইতিমধ্যে এর একাধিক গান আলোচনায় এসেছে।

এদিকে নতুন অ্যালবামের কাজও শুরু করেছেন তিনি। নতুন গানের আগে অন্য ধামাকা নিয়ে আসছেন তিনি।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া দলের জন্য একটি গান গেয়েছেন মিলা। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি স্টুডিওতে এতে কণ্ঠ দেন জনপ্রিয় এই গায়িকা।

জানা যায়, কৌশিক হোসেন তাপসের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এর মাধ্যমে দীর্ঘদিন পর মিলা-ফুয়াদ জুটির নতুন কাজ পাওয়া যাবে। এর আগে ফুয়াদের সুর-সংগীতে মিলার গাওয়া কিছু গান ‘হিট’ তকমা পায়।

বিপিএল টুর্নামেন্টকে ঘিরে কুমিল্লা ভিক্টোরিয়া দলের জন্য আসিফ আকবরও একটি গান গেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।