ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কা এবার মার্কিন টক শোর উপস্থাপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
প্রিয়াঙ্কা এবার মার্কিন টক শোর উপস্থাপিকা প্রিয়াঙ্কা চোপড়া

‘কুয়ান্টিকো’র মাধ্যমে সম্প্রতি মার্কিন টিভি সিরিজে অভিষেক হলো, এবার এবিসি নেটওয়ার্ক থেকে আমেরিকান টক শো উপস্থাপনার প্রস্তাব পেয়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া।

‘কুয়ান্টিকো’র এফবিআই প্রতিনিধির চরিত্রে দারুণ অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রিয়াঙ্কা।

দর্শকদের সাড়া পেয়ে ‘কুয়ান্টিকো’র পর্ব সংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৯-এ নেওয়া হচ্ছে। তাই একই প্রযোজনা প্রতিষ্ঠান (এবিসি) আরেকটি কাজে তাকে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় এই অভিনেত্রীকে উপস্থাপকের আসনে বসিয়ে তারকা-নির্ভর টক শো তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।

প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ একটি সূত্র মিড-ডেকে জানিয়েছে, মার্কিন সিরিজটির জন্য ছয় মাস বরাদ্দ রেখেছিলেন প্রিয়াঙ্কা। ডিসেম্বরে ভারতে ফিরে ‘বাজিরাও মাস্তানি’র প্রচারণায় যোগ দেবেন। এরপর ‘জয় গঙ্গাজল’ ছবির শুটিংও করবেন তিনি। তবে টক শোর পরিকল্পনা পছন্দ হয়েছে তার। ফলে সময় বের করার যারপরনাই চেষ্টা করবেন ৩৩ বছর বয়সী এই তারকা।

* ‘কুয়ান্টিকো’ সিরিজের ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।