ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাপ-বেটার ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাপ-বেটার ছবি আগুন ও মিছিল

কণ্ঠশিল্পী আগুন অভিনয় করেন। এটা পুরনো খবর।

তার বড় ছেলে মিছিলের আগ্রহ গানে। শখের বশে বাবার সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ও করলো সে। বাপ-বেটার সেই ছবি আমন্ত্রণ পেয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অমি ও আইসক্রিমঅলা’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে মিছিল, সঙ্গে আছেন আগুন। এর পরিচালক সুমন ধর।

অাগুন বলেন, ‘এটা খুব আনন্দের ব্যাপার। ছেলের সাফল্যে সব বাবারই ভালো লাগে। ওকে নিয়ে আমি গর্বিত। ’

১৪ নভেম্বর থেকে শুরু হয়ে উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। চলচ্চিত্রটি এখানে চিলড্রেন্স স্ক্রিনিং সেকশনে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।