ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হিসেবে মায়ের কাছ থেকে পুরস্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
মা হিসেবে মায়ের কাছ থেকে পুরস্কার

পরিবেশবান্ধব জীবনযাপনের পুরস্কার পেলেন গিনেথ প্যালট্রো। দুই সন্তান অ্যাপল ও মোসেসকে পরিবেশের সুরক্ষা করে লালনপালনের জন্য হলিউডের অভিনেত্রীকে দেওয়া হলো গ্রিন প্যারেন্ট অ্যাওয়ার্ড।



যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বারব্যাংকে ওয়ানার ব্রাদার্স স্টুডিওতে গত ২৫ অক্টোবর বসেছিলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের ২৫তম আসর। এখানে প্যালট্রোর হাতে পুরস্কার তুলে দেন তার মা ব্লাইদ ড্যানার। তাই এটি বিশেষ হয়ে উঠেছে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর কাছে। মা হিসেবে মায়ের কাছ থেকেই পুরস্কার পেলে স্মরণীয় তো হবেই। এর আগে পুরস্কারটি পান মার্কিন অভিনেত্রী জেসিকা অ্যালবা।

প্যালট্রোর দুই সন্তানের বাবা কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন। কিন্তু তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ‘আয়রন ম্যান’ অভিনেত্রীর।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।