ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ব্ল্যাক’ মিমের পয়লা দর্শন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
‘ব্ল্যাক’ মিমের পয়লা দর্শন বিদ্যা সিনহা মিম / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বুলেটকে ঠেকাতে হলে বুলেটপ্রুফই দরকার’- বিদ্যা সিনহা মিম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’-এর টিজারের শুরুতেই এই সংলাপ আকর্ষণ জাগাচ্ছে দর্শকদের। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউটিউবে উন্মুক্ত হয়েছে এটি।

পুরো ট্রেলার আসবে আরও কিছুদিন পর।

মিম বাংলানিউজকে জানান, আগামী মাসে কালীপূজায় দুই বাংলায় মুক্তি পাবে ছবিটি। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে বলিউডের বড় সংস্থা ভায়াকম এইটিন মোশন পিকচার্স। ঢাকায় ছবিটি মুক্তি দেবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় এতে বুলেট চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম। এ ছাড়াও আছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।

গত ১২ অক্টোবর এর প্রথম পোস্টার (ফার্স্ট লুক) প্রকাশিত হয়। প্রযোজনায় কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

* ‘ব্ল্যাক’ ছবির টিজার :



 * কালীপূজায় ‘ব্ল্যাক’ নিয়ে মিম
 
 বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।