ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজেকে পর্দায় দেখা অপছন্দ জেমস বন্ডের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
নিজেকে পর্দায় দেখা অপছন্দ জেমস বন্ডের!

রূপালি পর্দায় তাকে দেখলে আপ্লুত হন দর্শকরা, মেয়েরা তো ড্যানিয়েল ক্রেগ বলতেই ফিদা! কিন্তু নিজেকে পর্দায় দেখা মোটেও পছন্দ নয় তার। উল্টো জঘন্য মনে হয়! তিনি নিজেই একথা স্বীকার করেছেন।

ফিমেল ফার্স্ট ডটকমের খবর।

লন্ডনের রয়েল আলবার্ট হলে জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের সময় লালগালিচায় দাঁড়িয়ে একথা বলেন ক্রেগ। টিভি উপস্থাপক রিক এডওয়ার্ডসকে দেওয়া বক্তব্যে ৪৭ বছর বয়সী ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘নতুন ছবিটি নিয়ে আমি উতলা নই। তবে উচ্ছ্বসিত। দর্শকরা এ ছবি কখন দেখতে হুমড়ি খেয়ে পড়বে তা দেখার অপেক্ষা যেন শেষ হচ্ছে না!’

জেমস বন্ড চরিত্রে অভিনয়টা পছন্দ করেন কি-না জানতে চাইলে ক্রেগ বলেন, ‘নিজেকে পর্দায় দেখতে জঘন্য লাগে! তবে জেমস বন্ড চরিত্রে অভিনয় করতে ভালো লেগেছে শুরু থেকে। ’

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।