ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দান দান দুই দান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
দান দান দুই দান ঐশ্বরিয়া রাই বচ্চন

সুজয় ঘোষের সঙ্গে পর পর দুটি ছবিতে কাজ করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

এর মধ্যে একটি ‘দুর্গা রানী সিং’, অন্যটি জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর আধারে তৈরি। বচ্চন পরিবারের বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত সুজয়। তার ছবিতে অনেক আগেই কাজ করার কথা ছিলো ঐশ্বরিয়ার। শেষমেষ পরিচালকের কথায় রাজি হয়ে গেলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

৪১ বছর বয়সী অ্যাশ জানান, ‘কোন ছবির কাজ প্রথমে শুরু হবে তা এখনও জানি না। তবে সেটা নিয়ে আলোচনা চলছে। সুজয় যখন ‘ঝঙ্কার বিটস’ করেছিলেন, তখন থেকেই ওকে আমি চিনি। সেই সময় থেকেই নানা রকম ছবির প্রস্তাব দিয়েই চলছে ও। তবে এখন যে দু’টি ছবির কথা বলেছে, সেগুলো দারুণ! তাই হ্যাঁ বলতেই হলো। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।