ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাবার বাবা মুরাদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
সাবার বাবা মুরাদ!

অনেকেই মনে করেন, অভিনেতা আরমান পারভেজ মুরাদ আর নির্মাতা মুরাদ পারভেজ একই মানুষ! বিয়ের পর এই বিভ্রাট নিয়ে অনেক অভিজ্ঞতা আছে নির্মাতা মুরাদের স্ত্রী সোহানা সাবার। মজার বিষয় হলো, সাবার বাবার চরিত্রে অভিনয় করলেন মুরাদ।



'সাদা সুতোয় নীল ঘুড়ি' নামের একটি নাটকে বাবা-মেয়ের ভুমিকায় দেখা যাবে তাদের। এরই মধ্যে দৃশ্যধারণ হয়ে গেছে। শিগগিরই এটি প্রচার হবে একটি টিভি চ্যানেলে।

সাবা বাংলানিউজকে বললেন, 'অভিনেতা মুরাদ ভাই আর আমি 'খেলাঘর' ও 'প্রিয়তমেষু' ছবি আর 'মায়া' নাটকে কাজ করেছি। তবে এবারই প্রথম তিনি আমার বাবা হলেন ক্যামেরার সামনে। ব্যাপারটা মজা লেগেছে তাকে আর আমার স্বামী মুরাদকে নিয়ে নামের বিড়ম্বনায় পড়তে হয় বলে। '

বাংলাদেশ সময় : ০৩৪৮ ঘন্টা, অক্টোবর ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।