ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মোড়ক খুললেন বাপ্পা ও আশরাফুল

স্টাফ করেসপন্টেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
মোড়ক খুললেন বাপ্পা ও আশরাফুল

একজন সংগীতের মানুষ, অন্যজন ক্রিকেটের। দু’জনই দারুণ জনপ্রিয় দেশে ও বিদেশে।

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম গতকাল বৃহষ্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে তরুণ শিল্পী আলফিনা জানির প্রথম একক অ্যালবামের মোড়ক খুলেছেন তারা।

আলফিনা জানান, ‘চলো হারাই’ অ্যালবামটিতে তার দুটি গানে সুর দিয়েছেন বাপ্পা। অন্যদিকে তার প্রিয় খেলোয়াড় আশরাফুল ইসলাম। প্রিয় দুই ব্যক্তিত্বর হাত ধরে সংগীতে তার যাত্রা শুরু হলো। এটা তার জন্য বিশেষ পাওয়া।

আলফিনা জানির অ্যালবামে থাকছে ৮টি গান। এগুলো লিখেছেন শফিক তুহিন, রবিউল ইসলাম জীবন, শাহান কবন্ধ ও স্বপ্নীল। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদুর রহমান মাসুম ও কামরুজ্জামান মাসুম। এটি বাজারে এনেছে সিডি চয়েস।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপস্থাপনা করেন আরজে নীরব। উপস্থিত ছিলেন সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল ও সিইও আশিকুল ইসলাম আশিক।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।