ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হালকা হালকা নাচলেন মিম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
হালকা হালকা নাচলেন মিম! সোহম ও মিম

গানের নাম ‘হালকা হালকা’, সেখানে নাচটাও ভাসা ভাসা- গানের চরিত্র বুঝেই এমন নেচেছেন বিদ্যা সিনহা মিম। ‘মিম বেশি ঝলমলে’- এই ইতিবাচক ‘অভিযোগ’ তুলেছিলেন ওপারের পরিচালক রাজা চন্দ।

মিম তার ছবি ‘ব্ল্যাক’-এ কতোটা আলো ছড়িয়েছেন সেটা বোঝা গেলো প্রথম গানে। দুই বাংলার ছবিটির এই গানটি সদ্য মুক্তি দেওয়া হয়েছে ইউটিউবে।

এর আগে ২৭ অক্টোবর ইউটিউবে উন্মুক্ত হয়েছে ছবিটির প্রথম টিজার। পুরো ট্রেলার আসার আগে প্রকাশ পেলো প্রথম গান। ‘হালকা হালকা’য় মিম হাজির হয়েছেন নজরকাড়া পোশাক ও অভিব্যক্তিতে, সঙ্গে আছেন সোহম।  

মিম বাংলানিউজকে জানান, আগামী মাসে কালীপূজায় দুই বাংলায় মুক্তি পাবে ছবিটি। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে বলিউডের বড় সংস্থা ভায়াকম এইটিন মোশন পিকচার্স। ঢাকায় ছবিটি মুক্তি দেবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় এতে বুলেট চরিত্রে অভিনয় করেছেন সোহম। এ ছাড়াও আছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।

গত ১২ অক্টোবর ‘ব্ল্যাক’-এর প্রথম পোস্টার (ফার্স্ট লুক) প্রকাশিত হয়। প্রযোজনায় কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

‘হালকা হালকা’ গানের লিংক:


বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।