ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিপিএলের থিম সং গাইলেন কুমার বিশ্বজিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বিপিএলের থিম সং গাইলেন কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) থিম সং গেয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘এই দেশেতে ষোল কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনা…’ এমন কথার গানটিতে শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরায় নিজের স্টুডিও মগ্নতে কণ্ঠ দেন তিনি।



জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী শিল্পী কুমার বিশ্বজিৎ বাংলানিউজকে বলেন, ‘মাঝে মধ্যে মনে হয় এখন তো আমার অবসর নেওয়ার সময়! কিন্তু বিভিন্ন উপলক্ষে আমাকে প্রয়োজন পড়ছে, নতুন নতুন গান গাইছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! এই গানটি ষোল কোটি মানুষের জন্য। আমার সঙ্গে গানটিতে অন্য শিল্পীরাও থাকছেন। ’

বিপিএলের পক্ষ থেকে জানা গেছে, কুমার বিশ্বজিৎ-এর পাশাপাশি গানটিতে তরুণ প্রজন্মের আরও তিনজন শিল্পী কণ্ঠ দেবেন। তারা হলেন কনা, লিজা, কোনাল ও তাসনুভ।  ইশতিয়াক আহমেদের কথায় থিম সংটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সোহাইল ও তাসনুভ নেওয়াল রহমান।  

জানা যায়, ২ নভেম্বরের মধ্যে গানটি চূড়ান্ত হওয়ার পর তৈরি করা হবে ভিডিওচিত্র। এটি বানাবেন নামী কোনো নির্মাতা। ২২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর।  

সম্প্রতি বিপিএলের দল চিটাগাং ভাইকিংসের শিরোনাম গানেও কণ্ঠ দিয়েছেন বিশ্বজিৎ। তবে দুটি গান সম্পূর্ণ আলাদা মেজাজের। চিটাগাং ভাইকিংসের গানটির কথায় আঞ্চলিকতা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।