ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেমসের গ্রীবা, এমার মুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেমসের গ্রীবা, এমার মুখ!

একটি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। এর সূত্র ধরে, সহশিল্পীর মুখ ট্যাটু করে নিজের গ্রীবায় আঁকাতে হবে! কাণ্ডটি ঘটিয়েছেন হলিউড অভিনেতা-নির্মাতা জেমস ফ্র্যাঙ্কো।

এর শিকার হয়েছেন মডেল-অভিনেত্রী এমা ওয়াটসন।

ট্যাটু-কাণ্ড অভিনেতা ও নির্মাতা জেমস। ঘাড়ের ডান দিকে ২৫ বছর বয়সী এমার মুখটি আঁকা। ছবির ক্যাপশন দিয়েছেন, ‘আই (হার্ট) হারমায়ওনি’। ছবির নিচে আবার এমার নামও লিখে রেখেছেন যত্ন করে। কিন্তু এসবের মানে খুঁজে পাচ্ছেন না কেউই। এত মুখ থাকতে এমারই কেন! তবে এতে প্রেম-প্রণয়ের গন্ধ পাচ্ছেন অনেকে। তবে ট্যাটুটি ‘পার্মানেন্ট’ নাকি ‘টেম্পোরারি’ সেটা এখনই বলা যাচ্ছে না।

৩৭ বছর বয়সী জেমস ‘দিস ইজ দি এন্ড’ ছবিতে অভিনয় করেছিলেন এমার সঙ্গে। এটি মু্ক্তি পেয়েছিলো ২০১৩ সালে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।