ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মায়ের পথে কঙ্কনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
মায়ের পথে কঙ্কনা কঙ্কনা সেন শর্মা

অপর্না সেনের মেয়ে বলে কথা! অভিনয় কিংবা নির্মাণ- দুই অঙ্গনেই নাম করা চাই। হ্যা, মায়ের পথেই হাঁটছেন কঙ্কনা সেন শর্মা।

অভিনয়ে নজরকাড়ার পর এবার ছবির পরিচালনায় আসছেন তিনি।

এক হিসেবে পরিচালনা তার রক্তেই রয়েছে। চিদানন্দ দাশগপ্তের নাতনি, অপর্ণা সেনের মেয়ের পরিচালনায় আসার অপেক্ষাতেই ছিল দর্শক।

অভিষেক চৌবে ও হানি ত্রেহানের প্রযোজনায় একটি ছবি পরিচালনা করতে চলেছেন ভারতীয় অভিনেত্রী কঙ্কনা। ছবির নাম এখনও ঠিক চূড়ান্ত নয়। তবে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ।

এদিকে, পরিচালনাও কঙ্কনার জন্য নতুন নয়। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাত পাকিয়েছন তিনি।

মেঘনা গুলজারের ‘তলোয়ার’-এ সাফল্য পেয়েছেন কঙ্কনা। ২০০৮ সালে ঘটে যাওয়া একটি জোড়া হত্যাকাণ্ড ‍তুলে ধরা হয়েছে ছবিটিতে। ছবিতে আরুষির মায়ের চরিত্রে দেখা গেছে কঙ্কনাকে। তার সহশিল্পী ইরফান খান, সোহম শাহ।

অভিনয়ে বেশ ভালো সময় কাটছে কঙ্কনার। এখন ‘আকিরা’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন জনপ্রিয় এই কঙ্কনা। হাতে রয়েছে বাদল সরকারের নাটক অবলম্বনে মা অপর্ণা সেনের ‘সারি রাত’। স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নয়নতারার নেকলেস’-এও দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।