ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখকে সতর্ক করে দিলেন গৌরি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
শাহরুখকে সতর্ক করে দিলেন গৌরি! শাহরুখ খান. গৌরি খান ও আবরাম খান

শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র বলে কথা। তার অভিনীত ‘দিলওয়ালে’ ছবির দৃশ্যধারণের সময় সবারই প্রিয় হয়ে উঠেছে আবরাম খান।

তবে বরুণ ধাওয়ান একটু বেশিই পছন্দ করেন তাকে। দু’জন মিলে প্রায়ই খেলায় মেতে উঠতেন। বরুণও আবরামের খুব পছন্দের।

বন্ধুত্ব থাকলেও সাংবাদিকদের কাছে আবরামকে নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বরুণ। কারণ কী? ২৮ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘ওর সম্পর্কে বেশিকিছু বলবো না। আবরামকে নিয়ে কিছু না বলার জন্য শাহরুখ স্যারকেই সতর্ক করে দিয়েছেন গৌরি ম্যাম। আমি তো সেখানে কিছুই বলতে পারি না। ’

কনিষ্ঠ পুত্র আবরামের অনেক আকর্ষণীয় দিকই সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরেন শাহরুখ। সাগরপাড়ে আবরামের বসে থাকা থেকে শুরু করে গাড়িতে তার নাচানাচি, খেলনা ও জুতার সংগ্রহশালা কোনো কিছুই লুকিয়ে রাখেননি বলিউড বাদশা। ছেলেকে নিয়ে এসব রোজনামচা ভাগাভাগি মোটেই পছন্দ হচ্ছে না গৌরির। তাই শাহরুখকে সতর্ক করে দিয়েছেন তিনি।   

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।