ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার ঘণ্টা জুড়ে একাই ইনদালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
চার ঘণ্টা জুড়ে একাই ইনদালো

গত সেপ্টেম্বরে প্রথম অ্যালবাম প্রকাশ, এরপর শুরু হয় ইনদালোর জমকালো যাত্রা। জন কবিরের নতুন ব্যান্ড।

শুরু থেকেই তাই শ্রোতাদের বাড়তি আগ্রহ ছিলো ইনদালো নিয়ে, তাদের অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’ নিয়ে।

অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানেই প্রথম দর্শকদের সামনে আসে ইনদালো। এর আগে কোনো অনুষ্ঠানে গায়নি তারা। প্রকাশের পর ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি কনসার্টে পাওয়া গেছে ব্যান্ডটিকে। এবার হবে তাদের একক কনসার্ট।

আগামী ৪ ডিসেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে হতে যাচ্ছে ‘ইনদালো : দ্য টেকঅফ কনসার্ট’। বিকেল সাড়ে পাঁচটায় মঞ্চে উঠবে ব্যান্ডটি। এরপর চার ঘণ্টা  শুধু তাদের গানই উপভোগ করবে দর্শক-শ্রোতা। কনসার্টটি আয়োজন করছে লাইভস্কয়ার এন্টারটেইনমেন্ট। টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

ইনদালো ব্যান্ডের জন কবির বাংলানিউজকে বলছিলেন, ‘অ্যালবাম প্রকাশের পর এটি আমাদের একক কনসার্ট। এতে অ্যালবামের নতুন গানগুলোই মূলত গাইবো আমরা। ’

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।