ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গলার উল্কিতে এমার মুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
গলার উল্কিতে এমার মুখ জেমস ফ্র্যাঙ্কো ও এমা ওয়াটসন

মার্কিন অভিনেতা জেমস ফ্র্যাঙ্কো তার গলার ডানদিকে নতুন উল্কি করালেন। চমকপ্রদ ব্যাপার হলো, উল্কিতে আছে এমা ওয়াটসনের বিশাল একখানা মুখ।

জামা খুলে উল্কির ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফ্রাঙ্কো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আই লাভ হারমাওনি। ’

এসবের মানে খুঁজে পাচ্ছেন না কেউই। এতো মুখ থাকতে এমার কেনো? ‘দিস ইজ দ্য এন্ড’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই ছবি থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিলো। তবে দু’জনের মধ্যে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক আছে বলেও সন্দেহ করছে না কেউ।

এই উল্কি এঁকে দিয়েছেন জনপ্রিয় ট্যাটু-শিল্পী চেয়েন র‍্যানডাল। এই উল্কি কি অস্থায়ী নাকি স্থায়ী এমন প্রশ্ন তিনি হাসিমুখে এড়িয়ে গেছেন৷

ফ্রাঙ্কো জানান, তিনি ‘হ্যারি পটার’ সিরিজের ছবি এবং হারমিওনির ভক্ত। কৈশোর থেকে এ চরিত্রে অভিনয় করেছেন এমা। এমাকে নিয়ে তার যতো না উত্‍সাহ, তার চেয়ে অনেক বেশি উত্‍সাহ হারমিওনিকে নিয়ে। ফ্র্যাংকো বলেছেন, ‘উল্কি মানেই কিন্তু প্রেম নয়। ’

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।