ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দিলওয়ালে’র আগাম টিকিট বিক্রি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
‘দিলওয়ালে’র আগাম টিকিট বিক্রি কাজল ও শাহরুখ খান

‘দিলওয়ালে’ ছবির মাধ্যমে পাঁচ বছর পর আবার জুটি বেঁধেছেন শাহরুখ খান ও কাজল। এটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।

অথচ এরই মধ্যে এর প্রথম প্রদর্শনী দেখার টিকিট বুকিং শুরু হয়েছে।

জানা গেছে, দুবাইয়ে ভক্স সিনেমা হলে গতকাল রোববার (১ নভেম্বর) থেকে ছবিটির টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকরা হুমড়ি খেয়ে কিনছেনও।

সাধারণত হলিউডের ছবির বেলায় মাসখানেক আগে থেকে আগাম টিকিট কেনার চিত্র দেখা যায়। কিন্তু হিন্দি ছবির ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম বলে দাবি বলিউড বাদশার প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের।

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’র অন্য দুই তারকা হলেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।