ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফের চেন্নাই যাচ্ছেন দিতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ফের চেন্নাই যাচ্ছেন দিতি পারভীন সুলতানা দিতি/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবার ভারতের চেন্নাই যাচ্ছেন অভিনেত্রী-নির্মাতা পারভীন সুলতানা দিতি। আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি রওনা দেবেন বলে আত্মীয় সূত্রে জানা গেছে।



কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আবারও অসুস্থ হয়ে পড়ায় গত ৩০ অক্টোবর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মস্তিষ্কে পানি জমেছে।

মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় গত ২৫ জুলাই চেন্নাই যান দিতি। এর চার দিন পর চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) অস্ত্রোপচার করা হয়। এক মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ২০ সেপ্টেম্বর চেন্নাই থেকে দেশে ফেরেন দিতি।

বাংলাদেশ সময় : ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।