ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর-দীপিকার রসায়ন নিয়ে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
রণবীর-দীপিকার রসায়ন নিয়ে ক্যাটরিনা ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

প্রাক্তন প্রেমিক-প্রেমিকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন আবার একসঙ্গে বড় পর্দায় আসছেন। তাদের রসায়ন আগে সফল হয়েছে, এবারও ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র পর এ জুটিকে পাওয়া যাবে ‘তামাশা’য়৷ এতে দু’জনের অন্তরঙ্গ দৃশ্যও আছে।

এসব নিয়ে মুখ খুলেছেন রণবীরের প্রেমিকা ক্যাটরিনা কাইফ৷ মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তাকে সাংবাদিকরা ‘তামাশা’ নিয়ে প্রশ্ন করতে থাকেন৷ উত্তরে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকেই যে কারও সঙ্গে ছবি করতে পারে। ’

ক্যাটরিনা বুঝিয়ে দিলেন, দীপিকার সঙ্গে রণবীর অভিনয় করলেও তাতে তার কিছু আসে যায় না৷ সাংবাদিকরা তাকে রণবীর-দীপিকার রসায়ন নিয়েও প্রশ্ন করার সুযোগ হাতছাড়া করেনি৷ কিন্তু তাতেও নিরুত্তাপ থেকে তিনি বলেছেন, ‘নির্মাতারা তাদেরকে যেভাবে দেখবেন, আমার সেভাবে দেখার দরকার নেই৷ ফলে আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবো না৷’

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।