ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের পর শম্পার প্রথম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বিয়ের পর শম্পার প্রথম শম্পা

সাগরের সঙ্গে শম্পা হাসনাইনের দীর্ঘদিনের জানাশোনা, বন্ধুত্ব, প্রেম অবশেষে গড়ায় বিয়েতে। এ বছরের ১৫ আগস্ট পারিবারিকভাবে চার হাত এক হয় তাদের।

গত আড়াই মাসে নিজেদের সংসার মোটামুটি গুছিয়ে নিয়েছেন ‘সুপার হিরো সুপার হিরোইন’খ্যাত এ অভিনেত্রী। মাঝে বেশকিছু নাটকে অভিনয় করেছেন, এরপর হাতে নিয়েছেন নতুন ছবি। এতে শম্পার নায়ক হিসেবে থাকছেন ফেরদৌস।

ছবির নাম ‘মেঘকন্যা’। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শম্পার সঙ্গে যখন বাংলানিউজের কথা হয়, তখন তিনি গ্রামের বাড়ি ময়মনসিংহে। সেখান থেকে মোবাইলে বলছিলেন, ‘গতকাল সন্ধ্যায় ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হলাম। বিয়ের পর এটাই আমার প্রথম ছবি। ’

ছবিটির পরিচালক মিনহাজ অভি। তিনি জানাচ্ছিলেন, ‘মেঘকন্যা’য় থাকবে দু’জন নায়িকা। শম্পা তাদের একজন। এলিজা তার চরিত্রের নাম। এলিজা খুবই সুন্দরী। শহরে থাকে। কর্পোরেট মেয়ে। ছবিটির আরেক নায়িকা নিঝুম রুবিনা। এ মাসের মাঝামাঝি ফরিদপুর থেকে দৃশ্যধারণ শুরু হবে।

এ পর্যন্ত শম্পা অভিনীত দু’টি ছবি মুক্তি পেয়েছে। আগামী ২০ নভেম্বর ‘আই লাভ ইউ প্রিয়া’ (সাগর) এবং ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ (অপূর্ব)।

বাংলাদেশ সময়: ১১৫৬ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।