ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উত্তম-সুচিত্রার ভূমিকায় প্রসেনজিৎ-পাওলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
উত্তম-সুচিত্রার ভূমিকায় প্রসেনজিৎ-পাওলি প্রসেনজিৎ ও পাওলি দাম / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলা ছবির মহানায়ক উত্তম কুমারের জীবন নিয়ে কলকাতায় তৈরি হতে যাচ্ছে ধারাবাহিক নাটক। এতে তার ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ।

ক্যারিয়ারে সুচিত্রা সেনের সঙ্গে স্মরণীয় জুটি গড়েছিলেন উত্তম। তাই নাটকে বাংলাদেশের পাবনার মেয়ে সুচিত্রার কথাও থাকবে অবধারিতভাবে। এ চরিত্রে দেখা যাবে পাওলি দামকে।

ধারাবাহিকটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ‘চাঁদের পাহাড়’ ও ‘মেঘে ঢাকা তারা’ ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রযোজনায় ভেঙ্কটেশ ফিল্মস। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আগামী মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে দৃশ্যধারণ।

এর আগে বড় পর্দায় ‘অটোগ্রাফ’ ছবিতে অরুণ কুমার চট্টোপাধ্যায়ের (উত্তম কুমারের প্রকৃত নাম) ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ।

বাংলাদেশ সময়: ১২১১ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।