ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই সন্তানকে অ্যালিয়েন মনে হয় কাজলের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
দুই সন্তানকে অ্যালিয়েন মনে হয় কাজলের!

অনেকদিন পর রূপালি পর্দায় ফিরছেন কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকা শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বেঁধেছেন তিনি।

রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে দেখা যাবে তাদেরকে। তাই ইদানীং ঘনঘন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সংসার নিয়েও দু’চার কথা বলেন কাজল। এসবের মধ্যে পাওয়া যায় তিনি কতোটা রসবোধসম্পন্ন নারী। অভিনেত্রীর পাশাপাশি তিনি দারুণ একজন মা। সন্তান সামলে কাজ করার বেলায় জুড়ি নেই তার। অজয় দেবগণ-পত্নীর এক ছেলে, এক মেয়ে- যুগ ও নাইসা।

কয়েকদিন আগে অনুপম খেরের টিভি অনুষ্ঠানে সন্তানদের প্রসঙ্গে কাজল জানান, দু’জনই মাঝে মধ্যে বকবক করতেই থাকে। তখন তাদেরকে অ্যালিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণী মনে হয় মায়ের কাছে! কারণ কী?

কাজলের উত্তর, ‘তারা যেসব শব্দ অদ্যাক্ষর হিসেবে ব্যবহার করে কথা বলার সময়, তা মোটেই বোধগম্য হয় না আমার। ’ এজন্যই বলা হয়, হিউমারেও কাজল সেরা।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।