ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখকে মনিকা বেলুচ্চির শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
শাহরুখকে মনিকা বেলুচ্চির শ্রদ্ধা শাহরুখ খান ও মনিকা বেলুচ্চি

জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর মাধ্যমে প্রথমবার বন্ডকন্যা হয়ে রূপালি পর্দায় আসছেন মনিকা বেলুচ্চি। গত ১ নভেম্বর লন্ডনে এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে বলিউডের প্রতি ভালোলাগার কথা জানিয়েছেন ইতালিয়ান এই অভিনেত্রী।

বিশেষ করে বলিউড সুপারস্টার শাহরুখ খানের গুণমুগ্ধ বলে জানান তিনি।

মরক্কোতে শাহরুখ ও মনিবার সাক্ষাৎ হয়েছিলো। সেই স্মৃতি রোমন্থন করে ৫১ বছর বয়সী এই তারকা বলেন, ‘ও খুব দয়ালু মানুষ। ওর সঙ্গে দেখা হওয়ায় আমি আনন্দিত। তার জন্য অগাধ শ্রদ্ধা আছে আমার। ’

বলিউডের ছবিতে কাজ করবেন কি-না জানতে চাইলে সাংবাদিকদের মনিকা বলেন, ‘বলিউড নিয়ে কিছুই বলতে পারবো না। আমি না পারি গাইতে, না পারি নাচতে। ’ তিনি মনে করেন, বলিউডের ছবি বিনোদনমূলক হয়ে থাকে। ভারতীয় ছবির মান নিয়েও প্রশংসা ঝরলো তার কণ্ঠে। মনিকা বলেন, ‘বলিউডে অনেক মেধাবী আর ভালো মানের নির্মাতা আছেন। এই সময়ে ভারতীয় চলচ্চিত্র সত্যিই মানসম্পন্ন হচ্ছে। এখানে প্রচুর ভিন্ন ভিন্ন কাজ হচ্ছে। ’

মেট্রো-গোল্ডউইন-মেয়ার স্টুডিওর পরিবেশনায় গত ৩০ অক্টোবর যুক্তরাজ্যে মুক্তি পায় ‘স্পেক্টর’। আর উত্তর আমেরিকায় এটি মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর। এতে চতুর্থবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। আগামী ২০ নভেম্বর ভারতে ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।