ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বার্থপর দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
স্বার্থপর দীপিকা! দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন এখন অনেকের চেয়ে উপরে। এখানে উঠতে তাকে দিনরাত খাটতে হয়েছে।

পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা গড়ে নিয়েছেন তিনি। আইএএনএসকে সম্প্রতি ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, অভিনয়শিল্পী হওয়ার বেলায় তিনি খুব স্বার্থপর!

দীপিকা এখন ব্যস্ত ‘তামাশা’ ছবির প্রচারণা নিয়ে। এর ‘ওয়াট ওয়াট ওয়াট’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশনা অনুষ্ঠ‍ানে তিনি বলেন, ‘আমরা সবাই প্রতিটি ছবিতে পরিশ্রম করি। আমরা প্রত্যেকেই আলাদাভাবে জায়গা পেতে চাই। কিন্তু যদি পুরো পরিস্থিতির দিকে তাকাই, তাহলে অবশ্যই আমি একজন স্বার্থপর অভিনয়শিল্পী। ’

ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’র (রণবীর কাপুর) পাশাপাশি এ বছর দীপিকার ক্যারিয়ারের আরেকটি বড় ক্যানভাসের ছবি মুক্তি পেতে যাচ্ছে। এটি হলো সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’।

আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে ‘তামাশা’। আর ‘বাজিরাও মাস্তানি’ প্রেক্ষাগৃহে আসবে ১৮ ডিসেম্বর। চলতি বছর মুক্তিপ্রাপ্ত দীপিকার ‘পিকু’ ছবিটি ভালো ব্যবসা করেছে। বাকি দুটিও সফল হবে বলে আশা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।