ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পিছু না নিতে হৃতিকের অনুরোধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
পিছু না নিতে হৃতিকের অনুরোধ হৃতিক রোশন

হৃতিক রোশন তার পরবর্তী ছবি ‘মহেঞ্জোদারো’র কাজ করছিলেন মধ্যপ্রদেশের জাবালপুরে। কিন্তু সেখানে তার কারণে পথচারীদের ক্ষতিগ্রস্ত হওয়াটা পীড়া দিচ্ছে তাকে।

ভক্তদের উন্মাদনার কারণে অজান্তে এমন হয়েছে। এ কারণে মোটরসাইকেলে চড়ে তার পিছু না নেওয়ার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেতা।

হৃতিকের জন্য ভক্তদের ভালোবাসা সবসময়ই উপচে পড়ে। কিন্তু সেটা অন্যদের জন্য মাঝে মধ্যে কাল হয়ে দাঁড়ায়। তাই টুইটারে ডুগ্গু (ডাকনাম) লিখেছেন, ‘জাবালপুরবাসীর ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করছি। সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, আমাদের পিছু নেবেন না। আপনাদের উন্মাদনার কারণে পথচারী ও বয়স্করা আহত হচ্ছেন। এর কোনো মানে নেই। সবাইকে আমি অনুভব করি। ’

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’ হলো সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে ঐতিহাসিক প্রেমের গল্প। এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করছেন দক্ষিণী ছবির নায়িকা পূজা হেগড়ে। এটি মুক্তি পাবে আগামী বছর।

বাংলাদেশ সময় : ২০০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।