ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোসলে বাপ-বেটার দোস্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
গোসলে বাপ-বেটার দোস্তি শাহরুখ খান ও আবরাম

৫০তম জন্মদিনে ভক্ত ও তারকাদের কাছ থেকে যে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছেন, তাতে শাহরুখ খানের মনে হতেই পারে তিনি চাঁদ ছুঁয়েছেন! এসব না হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে। কিন্তু জন্মদিনে ঘরের ভেতরের আমেজটা কেমন ছিলো?

শাহরুখ জানালেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সাদাসিধেভাবেই কেটেছে জন্মদিন।

খান পরিবারের সবাই বাড়িতে সাধারণভাবেই ছিলো। মাঝরাতে কেক কাটা হয়েছে। সন্তানদের নিয়ে দিনটি শুরু করতে পেরেই বেশি খুশি বলিউডের এই সুপারস্টার।

গত ২ নভেম্বর সকাল হওয়ার পর শাহরুখের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান আর কন্যা সুহানা স্কুলে চলে যায়। এরপর আবরামকে নিয়েই সময় কেটেছে শাহরুখের। ছোট্ট শিশুটির সঙ্গে গোসল করতে দারুণ লাগে তার! স্নানঘরেই বাপ-বেটার দোস্তি জমে বেশি। গায়ে জল ঢেলে বাবার দিকে তাকিয়ে আনন্দে হাসতে থাকে দুই বছর বয়সের আবরাম। সন্তানের এমন সব আনন্দই যে বাবার কাছে স্বর্গ!

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।