ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আটাশেই বুড়ি কঙ্গনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
আটাশেই বুড়ি কঙ্গনা! কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌতের বয়স এখন ২৮ বছর। এই বয়সেই বুড়ি হয়ে যাচ্ছেন তিনি! নতুন একটি ছবিতে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে।

এটি পরিচালনা করবেন শেখর কাপুর। হলিউডে কেট ব্ল্যানচেটকে নিয়ে যিনি ‘এলিজাবেথ’ ট্রিলজি বানিয়েছেন।

জানা গেছে, কঙ্গনার চরিত্রটির বয়স দেখানো হবে ৮৫ বছর। মুম্বাই চলচ্চিত্র উৎসবে তিনি বলেন, ‘শেখর কাপুর আমাকে ৮৫ বছরের নারীর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। আমরা আলোচনা এগিয়ে নিচ্ছি। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটা খুব চ্যালেঞ্জিং চরিত্র। ’

শেখর কাপুর এখন ‘প‍ানি’ নামের একটি ছবি পরিচালনা করছেন। তবে কঙ্গনা এটাতে কাজের প্রস্তাব পাননি। তার কথায়, ‘বৃদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি। বুঝতে পারি না বয়স্ক চরিত্র থেকে দর্শক কেনো মুখ ফিরিয়ে নেয়। মাইকেল হানেকির ‘আমুর’ ছবিটি দেখার পর বৃদ্ধাদের নিয়ে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। ’ যোগ করে তিনি বলেন, ‘মায়ের চরিত্রেও কাজ করতে আমার আপত্তি নেই। বাস্তব ও পর্দা- সবখানেই এটাই সুন্দর। ’

কঙ্গনা এখন বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’ ছবিটি নিয়ে ব্যস্ত। এতে তার সহশিল্পী সাইফ আলি খান ও শহীদ কাপুর।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।