ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীকেই চেনে না মেয়েটি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
স্বামীকেই চেনে না মেয়েটি! ফারহানা মিলি

ছোটবেলা থেকে ওর ছবি আকার প্রতি ঝোঁক। বিয়ের পর একটি চিত্র প্রদর্শণীতে গিয়ে পরিচয় হয় শিল্পী কল্পনা চ্যাটার্জির সঙ্গে।

এরপর থেকে মেয়েটি নিজেকে কল্পনা চ্যাটার্জি ভাবতে শুরু করে। আগের পরিচিত কাউকে সে চিনতে পারে না, এমনকি নিজের স্বামীকেও না! অথচ জীবন-যাপনে সে স্বাভাবিক নীলা, আগে যেমনটি ছিলো। এ নিয়ে তৈরি হয় বিভিন্ন জটিলতা। এমনটা ঘটবে ‘কল্পনার ক্যানভাস’ নামে একটি টেলিছবির গল্পে। জটিল চরিত্রের মেয়েটির ভূমিকায় অভিনয় করেছেন ফারহানা মিলি।  

টেলিছবিটির পরিচালক ময়ূখ বারী জানান, নীলার হঠাৎ করে কল্পনা চ্যাটার্জি হয়ে যাওয়ার পেছনে থাকছে যৌক্তিক কারণ। বিয়ের আগে থেকে সে জটিল মানসিক রোগে আক্রান্ত। এর নাম ডিসোসিয়েটিভ সিনড্রম। এই রোগের কারণেই নিজের পরিচয় ভুলে সে অন্য একটি চরিত্রে নিজেকে দেখতে ভালোবাসে।
 
‘কল্পনার ক্যানভাস’-এ মিলির পাশাপাশি থাকছেন নাঈম। আগামীকাল বৃহষ্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।