ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাজিরাও মাস্তানি’র পোস্টার ৬০ ফুটের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
‘বাজিরাও মাস্তানি’র পোস্টার ৬০ ফুটের!

গত বছর ঘোষণা আসার পর থেকেই ছবিটি হৈচৈ। এখন পুরো ভারত ভুগছে ‘বাজিরাও মাস্তানি’ জ্বরে।

পোস্টার রিলিজ, রণবীর-দীপিকা-প্রিয়াঙ্কার লুক, গান, টিজার কী নিয়ে আলোচনা হচ্ছে না! আর এবার সব কিছু ছাপিয়ে মুক্তি পেলো ছবির ৬০ ফুট লম্বা পোস্টার!

সিঙার আওয়াজে ছবির পোস্টার মুক্তির অনুষ্ঠান ছিলো সত্যিই বিশাল আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর সিং। উল্লসিত এই তারকা বলেন, “এই ছবিতে অভিনয় করে আমি দারুণ খুশি। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। সঞ্জয় স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। একদম জমজমাট ছবি ‘বাজিরাও মাস্তানি। ”

বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর, তার স্ত্রী কাশীবাঈ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর মাস্তানি চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ ছবির সাফল্যের পর ফের রণবীর-দীপিকা জুটিকে পর্দায় আনছেন বানসালি। আগের ছবিতে প্রিয়াঙ্কার আইটেম নম্বর থাকলেও এই ছবিতে মূল চরিত্রেই রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।