ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শাহরুখ খান পাকিস্তানের দালাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
‘শাহরুখ খান পাকিস্তানের দালাল’ শাহরুখ খান

‘শাহরুখ খান পাকিস্তানের দালাল। তাকে পাকিস্তানেই পাঠিয়ে দেওয়া উচিত।

’ অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় জন্মদিনে কিং খানের বিরুদ্ধে এভাবেই বেনজির আক্রমণ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের বিতর্কিত নেত্রী সাধ্বী প্রাচী।

এদিকে সাধ্বীর এই মন্তব্যে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। একই সঙ্গে চলছে প্রতিবাদও। সাধ্বীর বিচারও চাওয়া হচ্ছে।

নিজের ৫০ তম জন্মদিনে ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন এসআরকে। বলেছিলেন, ‘দেশে চূড়ান্ত অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে। যারা অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তাদের আমি সম্মান করি। প্রয়োজনে আমিও প্রতীকী প্রতিবাদস্বরূপ পুরস্কার ফেরাতে রাজি আছি। ’

কিং খানের এই মন্তব্যের পরই ভিএইচপি নেত্রী সাধ্বী প্রাচী বলেছেন, ‘পুরস্কার ফেরানোর কথা বলে রাষ্ট্রদ্রোহিতা করেছেন এসআরকে। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা যারা পুরস্কার ফিরিয়েছেন, তাদের প্রত্যেকেরই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হওয়া উচিত। ’

সাধ্বীর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। শাহরুখের পাশে দাঁড়িয়ে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা সেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এ ধরনের মন্তব্য করার জন্য সাধ্বীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ’ বাক স্বাধীনতা রোধের প্রতিবাদে সবাই মিলে রাষ্ট্রপতিকে যৌথ চিঠি পাঠানোর আহ্বান জানিয়েছেন অপর্ণা সেন।

সাধ্বীর মন্তব্যের প্রতিবাদে বলিউডের অভিনেত্রী রবীনা ট্যান্ডন বলেছেন, ‘এ ধরনের মন্তব্য কেউ করতে পারেন, এটা অবিশ্বাস্য। দেশে শান্তি ফিরে আসুক। ’

এদিকে, অসহিষ্ণুতার প্রতিবাদে জাতীয় পুরস্কার ফেরানোর পথে হাঁটবেন না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন দক্ষিণী মেগাস্টার কমল হাসান। তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর থেকেই এ দেশে ও সীমান্ত পারে অসহিষ্ণুতা রয়েছে। কাজেই অসহিষ্ণুতার প্রতিবাদে পুরস্কার ফেরানো আমার কাছে অর্থহীন। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।