ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিডিওতে ঐশীর ‘প্রেম মাজার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ভিডিওতে ঐশীর ‘প্রেম মাজার’ ঐশী/ছবি : নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিছুদিন আগে প্রকাশিত একটি মিশ্র অ্যালবামে গেয়েছিলেন নবীন কণ্ঠশিল্পী ঐশী। সেই অ্যালবামের লোকধাঁচের একটি গানের ভিডিও প্রকাশিত হলো।

এর শিরোনাম ‘প্রেম মাজার’।

ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) ভিডিওটি প্রকাশিথ হয়। এর নির্দেশনা দিয়েছেছেন দিনার হাসান। ইশতিয়াক আহমেদের কথায় গানটি সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে মার্সেল।

ঐশী বলেন, “খুব খেয়াল কইরা’ মিশ্র অ্যালবামে গানটি গেয়েছিলাম। গানের কথাগুলো বেশ সুন্দর। ভিডিওটিও ভালো হয়েছে। দর্শকরা উপভোগ করবেন বলে বিশ্বাস করি। ”

এদিকে ঈগল মিউজিক থেকে জানানো হয়, ঐশীর আরেকটি গানের ভিডিও প্রকাশ করা হবে অচিরেই। এ বছরই ‘ঐশী এক্সপ্রেস’ নামে একক অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি।  

* ‘প্রেম মাজার’ গানের ভিডিও:


বাংলাদেশ সময় : ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
জেএইচ/এসও


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।