ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওয়ান্ডার ওম্যানের মা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ওয়ান্ডার ওম্যানের মা! নিকোল কিডম্যান

হলিউডের স্টুডিওপাড়ার গুঞ্জন, ‘ওয়ান্ডার ওম্যান’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে ওয়ান্ডার ওম্যানের মা হতে যাচ্ছেন নিকোল কিডম্যান। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যেতে পারে অ্যামাজনের রানী হিপ্পোলিটা চরিত্রে।

এ ব্যাপারে তার সঙ্গে প্রযোজনা সংস্থার চূড়ান্ত কথাবার্তাও হয়ে গেছে।

যদিও নিকোল এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি।

ছবিটিতে ওয়ান্ডার ওম্যানের চরিত্রে অভিনয় করবেন ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডোত। তার প্রেমিকের ভূমিকায় থাকছেন ক্রিস পাইন। বর্তমান সময়ের প্রেক্ষিতেই লেখা হচ্ছে চিত্রনাট্য। তবে কয়েকটি ফ্ল্যাশব্যাকের দৃশ্যে প্রথম বিশ্বযুদ্ধের কিছু মুহূর্তও দেখানো হবে। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের জুনে।

এদিকে নিকোলের নতুন ছবি ‘দ্য সিক্রেট ইন দেয়ার আইস’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সহশিল্পী জুলিয়া রবার্টস ও শিউইটল এজিওফর। এ ছাড়া কিডম্যান অভিনয় করেছেন ‘লায়ন’ নামের একটি চলচ্চিত্রে। এখানে তার সঙ্গে আছেন রুনি মারা ও দেব প্যাটেল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
বিএসকে/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।