ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আলোকসজ্জায় ১৫ কোটি রুপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
আলোকসজ্জায় ১৫ কোটি রুপি!

সামনেই আলোর উৎসব, দিওয়ালি। আলোকিত ওই সময়টাতেই আরো আলো ছড়াবেন সালমান খান তথা ‘প্রেম রতন ধন পায়ো’।

বলিউড অন্দরের খবর, শুধু আলোকসজ্জার জন্য এই ছবিতে ব্যয় করা হয়েছে ১৫ কোটি রুপি!

এছাড়া ছবির কাস্ট থেকে কস্টিউম, সেট সবকিছুতেই রয়েছে প্রাচুর্যের ছোঁয়া। চাকচিক্যের দিক দিয়ে এটি হার মানাতে পারে সঞ্জয়লীলা বানসালির যে কোনো ছবিকেও। সম্প্রতি এক টেকনিশিয়ান জানিয়েছেন, ‘প্রেম রতন ধন পায়ো’র সেটটি আলো দিয়ে সাজিয়ে তুলতে সময় লেগেছে ২৮৯ দিন।

এছাড়া ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,  সব মিলিয়ে এই ছবিতে ব্যয় করা হয়েছে ৯০ কোটি রুপি। রাজশ্রী ফিল্মসের প্রেম মানেই সালমান খান। ভাগ্যশ্রী, সোনালি বেন্দ্রে, মাধুরী দীক্ষিত হয়ে এবার সেই প্রেমলীলায় সামিল হলেন সোনম কাপুর। ‘সাওরিয়া’র পর আবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।