ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ক্যাটরিনাকে আমার প্রয়োজন নেই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
‘ক্যাটরিনাকে আমার প্রয়োজন নেই’ সালমান খান ও ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা নামের একটি অধ্যায় ছিলো সালমান খানের জীবনে। তিনিই তার ক্যারিয়ার উজ্জল করেছিলেন- এ কথা সকলেরই জানা।

কিন্তু মাঝপথেই সালমানকে ছেড়ে চলে গেলেন এ বলিউড অভিনেত্রী। সেই থেকে বিরহকাল শুরু, চলছে এখনও।

সালমান খান ব্যস্ত ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারণার নিয়ে। আর ক্যাটরিনা আছেন ‘ফিতুর’ নিয়ে। সম্প্রতি একটি টেলিভিশন শো’তে ছবির প্রচারণা অনুষ্ঠানে সালমান গিয়েছিলেন। এ কথা সে কথায় ক্যাটরিনা প্রসঙ্গ আসলে সালমান সরাসরি বলে দেন, ‘কাপিলের যেমন ক্যাটরিনাকে প্রয়োজন নেই, তেমনি আমারও ক্যাটরিনাকে প্রয়োজন নেই। ’

এবারই প্রথম নয়, এর আগেও অনেকবার ক্যাটরিনাকে উদ্দেশ্য করে নানা রকম বিরূপ মন্তব্য করেছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। এ কারণে সল্লুর ওপর রাগও করেছেন ক্যাট।   

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।