ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সবাইকে ছাড়িয়ে কেটি পেরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সবাইকে ছাড়িয়ে কেটি পেরি কেটি পেরি

এ বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী কন্ঠশিল্পীর তালিকার শীর্ষে উঠে এসেছে কেটি পেরির নাম। বুধবার (৪ নভেম্বর) ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস এই বার্ষিক তালিকা প্রকাশ করেছে।

তাদের হিসেব অনুযায়ী, এ বছরে কেটি পেরি আয় করেছেন ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

এরমধ্যে ১২৬ মিলিয়ন মার্কিন ডলার এসেছে কনসার্ট ও বিশ্বভ্রমণ থেকে। বাকি ৯ মিলিয়ন মার্কিন ডলার তিনি আয় করেছেন বিভিন্ন বিজ্ঞাপন ও ফ্যাশন শো’র মাধ্যমে।

কেটি পেরির পরেই রয়েছেন গায়িকা টেলর সুইফট। এ বছরের তার অ্যালবাম ‘নাইনটিন এইটি নাইন’ আয় করেছে ৮০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।