ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুনিধি ঢাকায়, সন্ধ্যায় কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
সুনিধি ঢাকায়, সন্ধ্যায় কনসার্ট বিমান বন্দরে জনৈক অতিথির সঙ্গে সুনিধি চৌহান

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান এখন ঢাকায়। আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।

সুরের টানেই তার আসা। ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ শীর্ষক কনসার্টে সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন তিনি।

পাশাপাশি থাকবে হাবিব ওয়াহিদ এবং ভারতের আরেক শিল্পী রাকেশ মাইনির পরিবেশনা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আয়োজন করেছে ইনসেপশন।

এদিকে গতকাল বৃহষ্পতিবার ঢাকায় আসার কথা ছিলো সুনিধির। কিন্তু মায়ের অসুস্থতার কারণে একদিন পর এলেন তিনি। জানা যায়, সুনিধি উঠেছেন রাজধানীর হোটেল রেডিসনে। কনসার্ট শেষে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) সকালে ভারতে ফিরে যাবেন আলোচিত এই গায়িকা। এর আগেও একাধিকবার গান গাইতে ঢাকায় এসেছিলেন সুনিধি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসও/জেএইচ

* একসঙ্গে হাবিব ও সুনিধি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।