ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওজন বাড়ানো-কমানো ছেলেদের কাজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ওজন বাড়ানো-কমানো ছেলেদের কাজ! নার্গিস ফাখরি

নিজেকে ফিট রাখতে রোজ ঘাম ঝরান বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। কিন্তু ছবির প্রয়োজনেও ওজন বাড়াতে রাজি নন তিনি।

তার ভাষ্য, ‘ওজন বাড়ানো-কমানো ছেলেদেরই কাজ, মেয়েদের নয়। আমি আরও ফিট থাকতে চাই। কিন্তু মোটা হওয়া কিংবা শুকানো আমাকে দিয়ে হবে না। আর আমি এসব করবোও না। ’

গত বুধবার (৪ নভেম্বর) রিবকের নতুন শাখার উদ্বোধনের সময় আইএএনএসকে এসব বলেন নার্গিস। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী এখন ব্যস্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে নির্মাণাধীন ‘আজহার’ ছবির কাজে। এতে তাকে দেখা যাবে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির ভূমিকায়।

‘রকস্টার’ দিয়ে শুরুর পর ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ও হলিউডের ছবি ‘স্পাই’ নার্গিসের জনপ্রিয়তা বাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।