ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই ঘণ্টা হোটেলবন্দি ছিলেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
দুই ঘণ্টা হোটেলবন্দি ছিলেন ক্যাটরিনা! ক্যাটরিনা কাইফ

মুম্বাই অ্যাকাডেমি অব মুভিজ ইমেজেস (মামি) চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এরপরই বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।

অনুষ্ঠান শেষ করে হোটেলে স্বেচ্ছায় দুই ঘণ্টা বসে থাকতে হলো তাকে।  

মিড-ডে ট্যাবলয়েডের খবর, চারপাশে ছিলো কড়া নিরাপত্তা। তাই সরে যেতে পারছিলেন না ক্যাটরিনা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিস থাকায় কেউ চাইলেও ইচ্ছেমতো বেরিয়ে যেতে পারেননি। ফলে কাজ শেষ হওয়ার পরেও বলিউডের এই অভিনেত্রীকে পাক্কা দুই ঘণ্টা বেকার বসে থাকতে হলো।

উপায়ন্তর না দেখে কাছের এক হোটেলে গিয়ে ওঠেন ক্যাটরিনা। তার গাড়ি তখন নিরাপত্তাজনিত কারণে বের হতে পারছিলো না। হোটেলে পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে আড্ডা দিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। অয়নই শেষ পর্যন্ত ক্যাটকে গাড়িতে তুলে দিয়ে আসেন।

এদিকে ক্যাটরিনা এখন থাইল্যান্ডে নিত্য মেহরার ‘বার বার দেখো’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্যাটের নতুন ছবি অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’। এখানে তার সহশিল্পী আদিত্য রায় কাপুর ও রেখা। এটি তৈরি হয়েছে চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ উপন্যাস অবলম্বনে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।