ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের ছবির গানে নাচলো হারশালি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
সালমানের ছবির গানে নাচলো হারশালি (ভিডিও)

অনেকের মতো সালমান খানের অন্ধভক্ত তার ‘বজরঙ্গি ভাইজান’-এর শিশুশিল্পী হারশালি মালহোত্রা। কবির খান পরিচালিত ছবিটি মুক্তির আগে ও পরে বলিউডের এই সুপারস্টারের প্রতি পাগল হওয়ার কথা অনেক সাক্ষাৎকারে বলেছে সে।

তাই প্রিয় তারকার নতুন চলচ্চিত্র ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তির প্রাক্কালে ‍আপনমনে শুভেচ্ছা জানালো হারশালি।

ফেসবুকে সালমানের পোস্ট করা একটি ডাবস্ম্যাশ ভিডিওতে দেখা যাচ্ছে, ছবিটির শিরোনাম-গানের তালে নৃত্য পরিবেশন করছে হারশালি। পর্দায় গানটির তালে সোনম কাপুর যেমন নেচেছিলেন, সাত বছরের এই বালিকা সেটাই অনুশীলনের চেষ্টা করেছে বলে মনে হতে পারে দর্শকদের।

সুরজ বরজাতিয়া পরিচালিত ও রাজশ্রী প্রোডাকশন্স প্রযোজিত ‘প্রেম রতন ধন পায়ো’ তৈরি হয়েছে ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর।

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সংলাপ ছাড়া শুধু চোখের অভিব্যক্তিতেই শাহিদা (মুন্নি) চরিত্রে হৃদয়ছোঁয়া অভিনয় করে বিশ্বের কোটি কোটি দর্শকের মন কেড়েছে হারশালি। এই এক ছবিই তাকে সুপারস্টার বানিয়ে দিয়েছে। তাই সে যা-ই করে তা চলে আসে খবরের শিরোনামে।

* 'প্রেম রতন ধন পায়ো' ছবির গানে হারশালি মালহোত্রার নাচের ভিডিও :


বাংলাদেশ সময় : ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।