ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বকুলতলায় নবান্ন উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বকুলতলায় নবান্ন উৎসব

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে প্রতিবারের মতো পহেলা অগ্রহায়ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হবে নবান্ন উৎসব।



আগামী ১৫ নভেম্বর নবান্ন উৎসব উদ্বোধন করবেন সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে সম্মেলনে সভাপতিত্ব করবেন লায়লা হাসান। স্বাগত বক্তব্য রাখবেন শাহরিয়ার সালাম।

এবারের আয়োজনকে ভাগ করে হয়েছে দুটি অনুষ্ঠান সূচিতে। প্রথম পর্বে সকাল সাতটা থেকে শুরু হয়ে উৎসব চলবে সকাল ৯টা পর্যন্ত। শুরুতে চারুকলার বকুলতলায় উদ্বোধনের পর বের হবে শোভাযাত্রা।

দ্বিতীয় পর্বের আয়োজন বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। এ সময় থাকবে নাচ, গান, আবৃত্তি, নবান্ন কথন, রায়বেঁশে নাচ ও আদিবাসীদের পরিবেশনা।

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।