ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্রামীণ নেত্রী রিচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
গ্রামীণ নেত্রী রিচি ‘লড়াই’ নাটকে রিচি সোলায়মান

এলাকায় বেশ প্রভাবশালী। নির্দিষ্ট ক্যাডার বাহিনীও আছে, যারা সবসময় পেছন পেছন ছোটে।

সমীহ করে সবাই। ভীষণ কাটখোট্টা। রিচি সোলায়মানকে দেখা যাবে এভাবেই। তবে যখন তিনি এমন গ্রামীণ নেত্রী, তখন তার নাম আর রিচি থাকছে না। হয়ে যাচ্ছে রুখসি।

গ্রামে রুখসি রাজনীতি করে। জনমুখী রাজনীতি। এগিয়ে যায় গ্রামের বিভিন্ন সমস্যায়-প্রয়োজনে-সংকটে। যে নাটকে রিচি সোলায়মান এমন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন, সেটির নাম ‘লড়াই’। দীর্ঘ ধারাবাহিক নাটক। রিচিকে সবসময় গৃহবধু, অফিসের বস, কিংবা প্রেমিকা হিসেবে দেখে যারা অভ্যস্ত; তাদের জন্য ‘লড়াই’ বেশ চমক হিসেবেই দেখা দেবে- আশা করছেন নির্মাতা। রিচি তো অবশ্যই।

ধারাবাহিকটি পরিচালনা করছেন আল হাজেন। চিত্রনাট্য মুহাম্মদ মামুন-অর-রশীদ। নাটকপাড়ায় মামুন-হাজেন একসঙ্গে পরিচিত বেশ আগে থেকেই। তারা একসঙ্গে ‘অলসপুর’, ‘পাথরের কান্না’, ‘চাঁন্দের গাড়ি’ ধারাবাহিকগুলো উপহার দিয়েছেন।

১৪ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘লড়াই’য়ের প্রথম পর্ব প্রচার হবে বাংলাভিশনে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার একই সময়ে দেখা যাবে নেত্রী রিচিকে। আরও থাকছেন মোশাররফ করিম, জুঁই করিম, নাদিয়া, আহসানুল হক মিনু, মাহমুদুল ইসলাম মিঠু, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, ডাঃ এজাজ, আরফান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।