ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিনামূল্যে ‘স্পেক্টর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিনামূল্যে ‘স্পেক্টর’ ড্যানিয়েল ক্রেগ ও লেয়া সেদু

যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মতো গত ৬ নভেম্বর একই দিনে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’।   এখানে ছবিটি মুক্তি দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছে মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোন।



জানা গেছে, প্রতিষ্ঠানটির স্টার গ্রাহকরা একটি টিকেট কিনলে আরেকটি টিকেট বিনামূল্যে পাচ্ছেন। এই সুযোগ থাকছে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। স্টার সিনেপ্লেক্সে ‘স্পেক্টর’ প্রদর্শনের সময়সূচি-  দুপুর ১টা ২০, বিকেল ৪টা ২০, সন্ধ্যা ৬টা ৫০, সন্ধ্যা ৭টা ২০। স্টার ভিআইপি হলে সকাল ১১টা ১০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা সাড়ে ৭টা।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া, বিপণন বিভাগ) বাংলানিউজকে জানান, স্টার সিনেপ্লেক্সে দায়িত্বরত গ্রামীণফোন প্রতিনিধির কাছে স্টার গ্রাহকদের কাছে পাঠানো মেসেজ দেখালে একটি কূপন দেওয়া হয়। সেই কূপন কাউন্টারে জমা দিলে একটি টিকিটের সঙ্গে আরেকটি টিকিট পাওয়া যাচ্ছে বিনামূল্যে। গত দুই দিনে চার হাজার টিকিট বিনামূল্যে দেওয়া হয়েছে।

স্যাম মেন্ডেস পরিচালিত ‘স্পেক্টর’-এ চতুর্থবারের মতো জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। এতে ৫০ বছরেরও বেশি বয়সে বন্ডকন্যা হওয়ার ইতিহাস গড়েছেন ইতালীয় সুন্দরী মনিকা বেলুচ্চি। এ ছাড়া আরেক বন্ডকন্যা হলেন ফরাসি অভিনেত্রী লেয়া সেদু।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টফ ওয়াল্টজ, নাওমি হ্যারিস, বেন হুইশো, র‌্যালফ ফাইনেস, ডেভ বাউটিস্টা, অ্যান্ড্রু স্কট, স্টেফানি সিগম্যান।

বাংলাদেশ সময় : ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।