ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমির হলেন অপরাহ উইনফ্রের মতো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
আমির হলেন অপরাহ উইনফ্রের মতো! অপরাহ উইনফ্রে ও আমির খান

আমির খানকে বিখ্যাত মার্কিন টক শো উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে তুলনা করলেন অস্কার মনোনীত চলচ্চিত্র পরিচালক আভা ডুভারনে। বলিউডের এই সুপারস্টারের কাজে মুগ্ধ তিনি।

পিটিআইকে আভা বলেছেন, ‘আমির খানের অনেক কাজ দেখেছি। তার ও বিগ বি’র (অমিতাভ বচ্চন) মতো ভারতে খুব জনপ্রিয় এমন অনেক তারকার কাজ দেখে প্রচুর শিখেছি। আমেরিকায় কিন্তু বেশি তারকা সম্পর্কে মানুষের ধারণা নেই খুব একটা। ’

‘সেলমা’র নির্মাতা আভা আরও বলেন, ‘আমিরকে আমার ভালো লাগে। তার মধ্যে বৈচিত্রময় গুণাবলি রয়েছে। পর্দায় সক্রিয় থাকার পাশাপাশি তিনি যেসব সামাজিক কর্মকান্ড করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’ও খুব ভালো। তিনি অনেকটা অপরাহ উইনফ্রের মতো। নিজ নিজ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করছেন তারা। এ ধরনের যে কোনো শিল্পী নিঃসন্দেহে সম্মান পাওয়া দাবিদার। ’

মুম্বাইয়ে অনুষ্ঠিত ১৭তম মামি উৎসবের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন আভা। এখানে অন্যান্যের মধ্যে ছিলেন আমির-পত্নী কিরণ রাও। এ ছাড়াও দেখা গেছে অভিনেত্রী বিদ্যা বালান, কঙ্গনা রনৌত ও শাবানা আজমিকে। তাদের মধ্যে বিদ্যাকে নিয়ে আগামীতে কাজ করার ইচ্ছা পোষণ করেন আভা।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।