ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছাপোষা ভদ্রলোকের পরিবারকে নিয়ে ‘খেয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ছাপোষা ভদ্রলোকের পরিবারকে নিয়ে ‘খেয়া’

৫০ বছর বয়সী আবিদুর রশিদ সাদামাটা ছাপোষা ভদ্রলোক। এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে ছিমছাম নিম্নমধ্যবিত্ত পরিবার তার।

জীবনে চাওয়া-পাওয়া বলতে এখন তার ছেলে-মেয়ে। পেশা বলতে, ভাগ্যক্রমে পেয়ে যাওয়া একটা দোকান, নাম পারাপার স্টোর।

একমাত্র মেয়ে খুকু যেমন সুন্দরী, তেমনি মেধাবী ও বুদ্ধিমতি। মেয়ে চায় না বাবা এই ব্যবসা করুক, যে কারণে মাঝে মধ্যেই বাবাকে আঘাত দিয়ে, খোঁচা দিয়ে কথা বলে ফেলে। পরিশেষে নিজেই কষ্ট পায়, আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদেও। আবিদুর রশিদের এটা পছন্দ না। মানুষ মরলে তার ব্যবসা। কিন্তু তার তো কিছু করারও নেই, এই দোকান দিয়েই সংসারটা কোনোরকম চলে।

এটি ধারাবাহিক নাটক ‘খেয়া’র গল্প। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, আল মনসুর, আফরান নিশো, তিশা, শর্মিলী আহমেদ, এসএম মোহসীন প্রমুখ।

লিখেছেন আনিসুল হক, পরিচালনায় সকাল আহমেদ। সোমবার (৯  নভেম্বর)  থেকে আরটিভিতে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ২৯ মিনিটে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময় : ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।