ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বেদে পল্লীতে চাঁদনী ও সাব্বির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বেদে পল্লীতে চাঁদনী ও সাব্বির চাঁদনী ও সাব্বির আহমেদ

ঘাটে ছোট ছোট নৌকার সারি। এখানেই বেদে সম্প্রদায়ের ঘরবাড়ি, দিনরাত।

কারও হাতে ফণা তোলা সাপ, মাথায় সাপের ঝুড়ি, গলায় সোনালি রঙের রুপোর তাবিজ। দিনভর মানুষকে সাপের খেলা দেখায় তারা। রাতে থাকে নৌকায়। এই বেদেদের সাজেই ক্যামেরার সামনে দেখা গেলো চাঁদনী ও সাব্বির আহমেদকে। তাদেরও সারাবেলা কেটেছে বেদেদের নৌকাতে।

‘বিষ’ টেলিছবিতে অভিনয় করতে গিয়ে এমন অভিজ্ঞতা হলো দু’জনের। এখানে তারা আছেন দম্পতির ভূমিকায়। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কিশোর মাহমুদ। এতে একটি গানে নাচতে দেখা যাবে চাঁদনী ও সাব্বিরকে।

গল্পে বর্তমান আধুনিক সমাজে বেদে সম্প্রদায়ের নাজুক অবস্থাকে তুলে ধরা হয়েছে। মানুষ আর আগের মতো সাপের খেলা দেখে না। নানাবিধ সমস্যায় বেদেরা বাধ্য হয়ে তাদের পেশা পরিবর্তন করছে। তাদের জীবনযাত্রা আগের চেয়ে আরও বেশি জটিল হচ্ছে। এর মাঝেও কিছু লোক আদি পেশা ধরে রাখতে চায়। মূলত বেদেদের সুখ-দুঃখকে উপজীব্য করেই সাজানো হয়েছে টেলিফিল্মটি।

গল্পে দেখা যাবে, ছোট সর্দার (সাব্বির) ও মালতি (চাঁদনী) স্বামী-স্ত্রী। তারা বিভিন্ন জায়গায় সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে। পরিবার নিয়ে সুখেই কাটছিলো তাদের দিন। দোলন (ময়না) নামে একটি মেয়েকে ছোট সর্দার বোনের মতো দেখে। কিন্তু মালতির তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে থাকে। মাঝে বিদেশ থেকে একজন এসে সাপের খেলা দেখে তাদেরকে বিদেশ নিয়ে যেতে চান।

টেলিছবিটির দৃশ্যায়ন শুরু হয় গত মে মাসে। শুরুতেই ঝড়ের কবলে পড়তে হয় ইউনিটকে। এরপর কাজ বন্ধ ছিলো। পাঁচ মাস পর অবশেষে শেষ হলো কাজ। রাজশাহী, উত্তরা, পুবাইলের বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন প্রবীর মিত্র, ময়না ও অনেকে। দৃশ্যধারণে ব্যবহার করা হয়েছে ড্রোন আর  টেলিপ্যাড প্রযুক্তি। নাটকটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় প্রদর্শনের পর একটি টিভি চ্যানেলে প্রচার করা হবে বলে জানান নির্মাতা।

বাংলাদেশ সময় : ০৮২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।