ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন বিভাগে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
তিন বিভাগে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ৯ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় গণগ্রন্থাগারে ২০১৬ সালের ২৩ জানুয়ারি শুরু হয়ে এটি চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।



সাত দিনের এ উৎসব একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারও সব শিশু বিনামূল্যে ছবি দেখতে পারবে।

উৎসবে শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীও থাকবে। এ ক্ষেত্রে রয়েছে তিনটি বিভাগ। অনুর্ধ্ব ১৮ বছর বয়সী নির্মাতাদের বিভাগে সর্বোচ্চ ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেওয়া যাবে।

১৯ থেকে ২৫ বছর বয়সী নির্মাতারা সর্বোচ্চ ২৫ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন এবং অনুর্ধ ২৫ বছর বয়সী সামাজিক চলচ্চিত্র বিভাগের নির্মাতারা ‘শিশু নির্যাতন ও শিশুদের অধিকার’ বিষয়ে সর্বোচ্চ ২৫ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে পারবে। চলচ্চিত্র জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর। http://www.cfsbangladesh.org/submissions/ ঠিকানায় ছবি জমা দেওয়া যাবে।

বাংলাদেশ সময় : ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।